[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তানভীর হোসেন অপু
ক্যামন আছো?
ভুলে কি গেছো?
কিন্তু বিশ্বাস করো, আমি আজো ভুলিনি
ক্যামনে, ভুলি বলো? ভালো যে বেসেছিলাম সব’চে বেশি আমি।
এখনো কি একা চলতে ভয় লাগে?
পাশে কাউকে অনুভব করো? যখন একলা চলো, নির্জন রাস্তার বাক ধরে।
আমি অবেলায় যখন একলা থাকি,
সারাক্ষণ আনমনে তোমার মত কোন তরুণীর স্পর্শ অনুভবে।
তুমি নিশ্চয় ভুলেছো পুরোনো দিনের ফেলে আসা টুকরো টুকরো স্মৃতি।
আমি সেসব স্মৃতির আদ্যোপান্ত বিশ্লেষণী,
আর তোমার আগমনী গানের ধুয়ার অপেক্ষায় দিনের পর দিন বসে থাকি।
এই বসন্তে আবার দেখা হবে
তুমি বলবে- কি গো, ক্যামন আছো?
আবার কি যাব নীলগিরি, একসাথে হাঁটবো পাশাপাশি
কতকাল তোমায় দেখিনি, ছুঁইনি তোমার আঙুল রেখা
এসব শুনে আমি হবো আপ্লুত; ক্ষণিক বিস্ময়ে তাকাব তোমার মুখপাণে
চুমু একে দিবো ঠিক কপোলের মাঝে
আর তুমি লজ্জায় হবে ম্লান।
কিন্তু বতসরের পর বতসর যায়
সেই বসন্ত আর আসে না!
আর তোমার সাথে আমার দেখাও হয় না!