বলিউড অভিনেত্রীকে যৌন হয়রানি, আসামির ৩ বছরের জেল

বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০,৮:৩৮ পূর্বাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে তিন বছরের জেল দিয়েছেন আদালত। সম্প্রতি ভারতীয় আদালত বিকাশ সাচদেব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এই রায় দেন। দেশটির সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে এ তথ্য। সংবাদ সংস্থাটি জানায়, যৌন হয়রানির শিকার হওয়ার সময় জায়রার বয়স ছিল ১৭ বছর। ভারতের শিশুদের যৌন হয়রানি থেকে বিশেষ সুরক্ষা আদালত অভিযুক্ত বিকাশের তিন বছরের জেল দিয়েছেন। 

২০১৭ সালের ডিসেম্বরে দিল্লি থেকে মুম্বাই ফেরার পথে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে জায়রার সঙ্গে। সেসময় ইনস্টাগ্রামে একটি ভিডিওতে সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান জায়রা। তিনি জানান, বিমানে জায়রা ঘুমানোর চেষ্টা করছিলেন। পেছন থেকে বিকাশ বারবার তার শরীর স্পর্শ করছিল। সেসময় বিমানের কোনো কর্মচারীও জায়রাকে সহায়তার জন্য তার পাশে এসে দাঁড়াননি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে