[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছুরিকাঘাত ও বাসস্থানের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঝালকাঠির সাধারণ শিক্ষার্থীরা।
২০ তারিখ সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তরা হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এবং আহতদের সু – চিকিৎসার দাবি ও জানানো হয়। এই হামলার সঠিক বিচার না হওয়া পূর্যন্ত ঝালকাঠির ছাত্র সমাজ সব তাদের পাশে থাকবে।
ঝালকাঠির অনেক শিক্ষার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রী তাদের ভাইূদের উপর এ ধরনের হামলায় তারা ব্যাধিত ও মর্মাহত। মানববন্ধনে সৈয়দা মাহফুজা মিষ্টি -পরিচালনায় উপস্থিত ছিলেন।
আনজুম হোসেন রিমন- সাবেক শিক্ষার্থী -বরিশাল বিশ্ববিদ্যালয়
মোঃ সাইদুল ইসলাম সাইদ, সাবেক শিক্ষার্থী (ববি)
মেহেদী হাসান-সরকারী কলেজ
মারিয়া-হাতেম আলি কলেজ
ঐশী-(বিএম কলেজ)
নিউটন সাধারণ ছাত্র
ইমরান হোসেন-(শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়) সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝালকাঠির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দরা।