বরিশালের উজিরপুরে চকলেটের প্রলোভনে ২ শিশুকে ধর্ষণ চেষ্টা

বুধবার, এপ্রিল ২৯, ২০২০,৫:১৭ অপরাহ্ণ
0
141

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বরিশালের উজিরপুরে ধর্ষণের হাত থেকে এক শিশু রক্ষা পায় ধর্ষণের চেষ্টাকালে তার বোনের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে। গ্রামবাসীর হাতে এ সময় আটক হওয়া বখাটে যুবককে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে শিশুটিকে উদ্বার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, বুধবার দুপুরে উজিরপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রাখালতলা গ্রামের এক দিনমজুরের ২ শিশু কন্যা (৮) ও (৬) বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে একই গ্রামের জাহঙ্গীর হাওলাদারের পুত্র সৈকত হাওলাদার (২২) ওই দু শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ঝাপটে ধরে। বড় মেয়ে (৮) লম্পটের হাত থেকে পালিয়ে গেলেও তার ছোট মেয়েকে (৬) ধর্ষণের চেষ্টা করে। এ সময় লম্পট সৈকতকে আটক করে শিশুদের ডাক-চিৎকারে গ্রামের মানুষ ছুটে এসে। পরে তাকে গ্রামবাসীর হাত থেকে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্বার করে উজিরপুর থানার পুলিশ।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে