[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বরগুনায় গত ২৬ জুন আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই জেলার বামনা উপজেলার সদর রোডে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এক যুবককে । এ ঘটনায় হত্যাচেষ্টাকারী সোহেল হাওলাদারকে (২৫)পুলিশ আটক করেছে । হামলার শিকার হাসিব (২১)প্রাণে রক্ষা পেয়েছে কোনোমতে দৌড়ে পালিয়ে । বামনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি ধারালো দেশীয় দা ।
এ ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বামনা থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে উপজেলার সদর রোডের মসজিদের সামনে । এ রিপোর্ট লেখা পর্যন্ত বামনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।