[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন (JMIF) এবং ‘আস্তানায়ে চিশতীয়া করালিটিলা দরবার শরীফ’ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের অধীনে রহিমপুর, মুন্সীবাজার, রাজদীঘির পাড়, রঘুনাথপুর, গোবিন্দপুর ও বৃন্দাবন সহ প্রায় ১০ কিলোমিটার অঞ্চল জুড়ে বিগত ২৪, ২৫ ও ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে সহায়তার লক্ষ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় JMIF-ত্রান টিম ফেনীতে পৌঁছে এবং সমগ্র ফুলগাজী ও দাগন-ভূঁইয়া উপজেলা জুড়ে ৩ দিন ব্যাপি (২৭-২৯ আগস্ট) পানিবন্দী দূর্গত এলাকাসমূহে ত্রান কার্যক্রম পরিচালনা করে।
JMIF সফলভাবে নিম্নবর্নীত উপকরন সম্বলিত মোট ১,০৫০ প্যাকেট (পারিবারিক) এইড কিট বিতরণ করেঃ
১। মুড়ি (১ কেজি)
২। চিরা (২ কেজি)
৩। গুর (১ কেজি)
৪। বিস্কুট (২ প্যাকেট)
৫। স্যালাইন (৬ প্যাকেট)
৬। নাপা (২ প্যাকেট)
৭। হিস্টাসিন
৮। পানি বিশুদ্ধকরণ ফিটকিরি
৯। মোমবাতি (১২)
১০। লাইটার
পরবর্তীতে ৩১শে আগস্ট, মৌলভীবাজারের পানিবন্দী এলাকাসমূহে প্রায় ৪০০ পরিবারের মাঝে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়।
৭ দিন ব্যাপি পরিচালিত বন্যা ত্রাণ কর্মসূচি বিগত ৩১শে আগস্ট সফলভাবে সমাপ্ত হয়, আলহামদুলিল্লাহ!! আল্লাহর অশেষ রহমতে, হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ আঃ) ও তিঁনির আহলে-বায়েতের দোয়ায়, একইসাথে JMIF-ত্রান টিমের নিরলস পরিশ্রমের মাধ্যমে মৌলভীবাজার ও ফেনীতে সম্মিলিতভাবে প্রায় ১,৪০০টি পরিবারকে সহায়তা করতে আমরা সক্ষম হয়েছি।
আমরা এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য দান করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ!!
পরিশেষে, সম্মানের সাথে স্মরণ করছি, জামেঈয়্যাতে মুঈনিয়া ইসলামিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, হযরত শামপুরী (রহঃ) এর সাজ্জাদানশীন হযরত শাহযাদা সূফী সৈয়দ গোলাম মোন’য়েম হোসাইনী চিশতী (রহঃ)-কে, যিনি তাঁর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মহতি প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন।