বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

বুধবার, জুলাই ১৭, ২০১৯,১১:১৭ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহের ফুলপুর উপজেলার খড়ীয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মালেক পাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে পৌরসভার দিউ গ্রামের ভুট্টো মিয়ার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় ফুলপুরের ফায়ার সার্ভিসের ডুবুরিরা খবর পেয়ে আব্দুল মালেক নামে (১৩) ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

জানা যায়, তিন বন্ধু মিলে উপজেলার নগুয়া গ্রামে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে খড়ীয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে আব্দুল মালেক পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে