বন্দুকের গুলি ছুঁড়ে বরকে বরণ!

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯,৬:৪৯ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পারিবারিক পরম্পরায় বরকে বরণ করা হয় ফাঁকা গুলি ছুঁড়ে। বংশের রেওয়াজে বিয়ের দিন বরকে ফাঁকা গুলি ছুঁড়ে অভ্যর্থনা জানান বাড়ির প্রবীণতম অভিভাবক। বুধবার (১১ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এমন ঘটনা অবাক করা ঘটনা ঘটেছে। রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মাধবীতলার মণ্ডলবাড়িতে বরকে বরণ করে নিতে পরপর তিনটি ফাঁকা গুলি চালানো হয়েছে। 

এমন ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়। গুলির শব্দের থেকেও দ্রুতগতিতে ভাইরাল কনের ছবি। দোনলা হাতে দাঁড়িয়ে। কনের বেশেই। খবর পেয়ে দ্রুত পৌঁছায় পুলিশ। হকচকিয়ে যায় পরিবারের লোক। বন্দুকটি হেফাজতে নিয়ে নেয়া হয়। পুলিশ জানিয়েছে, পারিবারিক রেওয়াজ হলেও বিয়ে বাড়িতে এভাবে গুলি চালাতে পুলিশের অনুমতি লাগে, তা জানা ছিল না মণ্ডল বাড়ির। আর তাই লাইসেন্স থাকলেও বন্দুক আর তার লাইসেন্স দু’টিই আটক করা হয়েছে।

এ ঘটনায় কনের চাচা বলেন, পারিবারিক শুভ কাজে আমাদের বংশ পরম্পরা বজায় রাখতেই শূন্যে গুলি ছুঁড়ে গান স্যালুট দিয়ে থাকি। এদিনও তা-ই করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে