[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। এর আগে রাজধানীতে তাঁর দুটি জানাজা অনুষ্ঠিত হয় সীমিত পরিসরে।
আজ রবিবার সকালে তার দাফন সম্পন্ন হয় রাজধানীর বনানী কবরস্থানে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে।
সীমিত পরিসরে জানাজার অয়োজন করা হয় করোনা পরিস্থিতির কারণে। জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷
মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় জানাজা শেষে।
মরহুমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবুর রহমান এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময়।
পরে ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় মরহুমের প্রতি।