[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় । আরও তিন শ্রমিক এ সময় আহত হয়েছেন । হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উপজেলার রামাইল গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে ।
বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে পাঁচ শ্রমিক ওই গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। শ্রমিকরা রাতের খাবার খেয়ে খোলায় ঘুমিয়ে পড়েন রামাইল গ্রামে । রাত দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ঘুমন্ত শ্রমিকের । তিনজন এ সময় আহত হন । আহতদের ভর্তি করা হয়েছে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ।
উপজেলা ইউএনও আরিফুজ্জামান এ ব্যাপারে জানান, বজ্রপাতে দুই গ্রামের নিহতদের খবর পেয়েছি। লোক পাঠানো হয়েছে ঘটনাস্থলে।