[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বৃহষ্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এক প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, ‘বঙ্গ জননী বাহিনী’ ও ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলা হবে। গতকালই প্রথম সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভার ফল ঘোষণার পর প্রায় গো-হারা হেরে । তিনি ঘোষণা দেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও ভারতীয় জনতা পার্টির মোকাবিলায় হচ্ছে দুই বাহিনী ‘বঙ্গ জননী বাহিনী’ ও ‘জয় হিন্দ বাহিনী’।
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বঙ্গ জননী বাহিনী’ ও ‘জয় হিন্দ বাহিনী’তে তৃণমূলের কর্মীরা কাজ করবেন। রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে এই বাহিনী।
এই সভা ছিল বিজেপির হামলায় ঘরছাড়া তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই । বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আগেই করেছেন। এদিন তিনি বলেন, এ রাজ্য বাঙালি ও অ-বাঙালির মধ্যে বিভাজনেরও চেষ্টা করছে বিজেপি। লোকজনক সোচ্চার হতে বলেন বিজেপির এই প্রচেষ্টার বিরুদ্ধে । ভোটের ফল বেরোনোর পর থেকে বিজেপির আক্রমণে ৪০০ বাঙালি পরিবার ঘরছাড়া বলে মমতা দাবি করেন ।