[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলো বলেই মোশতাক তাকে সেনাপ্রধান করে। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলেন, বুদ্ধিজীবীদের নাম কেউ মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও কেউ মুছে ফেলতে পারবে না। ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে নতুন প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাঙালি জাতির সঙ্গে যারা বেইমানি করেছে তারাই এই হত্যাকাণ্ডের মূল হোতা। তারাই মানুষকে খুঁজে খুঁজে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে হত্যা করিয়েছে। মীর জাফর সিরাজ-উদ-দৌলার সঙ্গে বেইমানি করে কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। মোশতাকের ক্ষেত্রেও কিন্তু তাই হলো। সেই তিন মাস পূর্ণ করতে পারেনি।প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে যদি জিয়া জড়িত না থাকবে তাহলে মোশতাক প্রেসিডেন্ট হয়ে জিয়াকে কেনো সেনাপ্রধান বানাবে।