বঙ্গবন্ধু সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে গেছেন: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,১২:১১ অপরাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার পরে স্বল্পতম সময়ে বঙ্গবন্ধু দেশ পরিচালনার যে সময় পেয়েছেন,  ঐ সময়ে তিনি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে গেছেন। যার ভিত্তি ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশের পরিকল্পনার কার্যক্রম দৃঢ়তার সাথে এগিয়ে চলছে।

মন্ত্রী আজ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু’র শিক্ষা ও প্রযুক্তি ভাবনা : চলমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এই সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন সোনার মানুষ ছাড়া সোনার দেশ গড়া সম্ভব নয়। তিনি শিক্ষাকে মানুষ গড়ার প্রথম হাতিয়ার হিসেবে গণ্য করে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বিদেশে কোম্পানিগুলো থেকে গ্যাস তেলের মালিকানা কিনে নিয়েছিলেন। যার সুফল এখন জাতি পাচ্ছে। বঙ্গবন্ধু’র দূরদর্শিতার হাত ধরে বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা জয় করেছে।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোরাদ হোসেন মোল্ল্যা। প্রবন্ধ উপস্থাপন করেন যশোর টিএসসি’র অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. শাহ আলম মজুমদার।

তথ্যসূত্র:পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে