[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিজস্ব সংবাদদাতা : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননা ও বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর খামারবাড়ি, ঢাকার সম্মুখে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ কর্তৃক এক মানববন্ধনের আয়োজন করা হয়।
পরের দিন ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের অগ্নিঝরা ভাষণে উজ্জীবিত বাঙালী ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহদীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় কেআইবি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পাশাপাশি সেদিনও কেআইবি চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর আবারও মানব বন্ধনের কর্মসূচি পালন করা হয়। দুদিনের মানববন্ধন কর্মসুচিতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ, বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পরিষদের সদস্যগণ স্বাস্থ্য বিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদের সভাপতি কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার, সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শেখ মোঃ মুজাহিদ নোমানী, বাংলাদেশ কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজমল হোসেন, সহ- সভাপতি কৃষিবিদ মৃত্যুন্জয় রায়, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিন্দ্রনাথ সিংহ, দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল হক,সদস্য কৃষিবিদ মোঃ সাজেদুল ইসলাম সাজুসহ অন্যান্য সদস্যবৃন্দ।