বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে: মোস্তাফা জব্বার

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,১২:০৬ অপরাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একাত্তরের পরাজিত শত্রু এবং তাদের দোসররা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে কারণ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক এটি তাদের সহ্য হয় না। তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর উপায় হচ্ছে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

মন্ত্রী আজ ঢাকায় বিসিএসসিএল মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজিত অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড কেবল বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য নয়, বাঙালি জাতিসত্ত্বাকে হত্যা করা, বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করা। বঙ্গবন্ধুর জীবন, ইতিহাস ও উত্তরণ, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অভ্যূদয়ের ইতিহাস রচনা করেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে।

 বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

তথ্যসূত্র:পিআইডি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে