[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এখন থেকে ২য় ডোজের চারমাস পর বুস্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আজ থেকে দেশব্যাপী করোনার বুস্টার ডোজ ক্যাম্পেইন চালানো হবে। এই ক্যাম্পেইন ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে। এবারের ডোজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ কোটি ২৫ লাখ । এর আগে ২২ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে বলে এসময় মন্ত্রী জানান।
গতকাল সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুস্টার ক্যাম্পেইন সফল করতে ২য় ডোজের সময়কাল ৬ মাস থাকলেও এখন থেকে ২য় ডোজ নেয়ার ৪ মাস পর থেকেই বুস্টার ডোজ নেয়া যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। বুস্টার ডোজের জন্য সুরক্ষা অ্যাপের মেসেজ না থাকলেও ২য় ডোজের সনদ দেখিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে বুস্টার ডোজ নেয়া যাবে বলেও জানান তিনি।
২৬তম জাতীয় কৃমি সপ্তাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বছর ৪ কোটি শিশুকে কৃমির ওষুধ খাওয়ানো হবে। আগামী ২০ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরু হবে এবং লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ পূরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃমি সপ্তাহে দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১১ বছর বয়সী শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ১২-১৬ বছর বয়সী শিশুকে ১ ডোজ কৃমিনাশক ঔষধ (মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০ মি.গ্রা.) ভরা পেটে সেবন করানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম-এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন।