বগুড়ায় যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়া মরদেহ উদ্ধার

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯,৬:১৪ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়া এক ব্যক্তির মরদেহ হাড় ও মাংস উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদুর রহমান এবং তিনি বলেন, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদুরে পদ্মপুকুর নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবক যানবাহনের চাপায় মারা যান। এরপর তার দেহের ওপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারনে মরদেহ থেতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদুর রহমান বলেন হাড় মাংসের সাথে নীল চেক শার্ট ও লুঙ্গী পাওয়া গেছে। তিনি বলেন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়ায় মরদেহ চিনতে পারা কষ্টকর হয়ে পড়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে