[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রামে করোনা সংশ্লিষ্ট উপসর্গে আক্রান্ত রোগীদের সেবা দিতে নাভানা অটোমোটরস কর্তৃক প্রদত্ত ৬ হাজার ৮শত বর্গফুটের ফ্লাটে চট্টগ্রামের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে স্থাপিত হতে যাচ্ছে ফ্রি করোনা চিকিৎসা কেন্দ্র।
নগরীর সিটি গেইট এলাকায় ৬০ শয্যা বিশিষ্ঠ এই হাসপাতালটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ.ম. নাছির উদ্দীন আজ পরিদশন করেন। এসময় চট্টগ্রাম বিভাগের পরিচালক(স্বাস্থ) ডা. হাসান শাহরিয়ার কবির, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার,এনএসআই’র যুগ্ম পরিচালক শরিফুল হাসান, এড.রেহেনা বেগম রানু, নাভানা লিমিডেট এর সিনিয়র ম্যানেজার নাসিমুল গণি, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক,ডা. নাইমা সাদিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
এই হাসপাতালে ১০ টি ভেন্টিলেটর সংযুক্ত আইসিইউ, ৫০ জন স্বেচ্ছা সেবক, ১০ জন ডাক্তার ও ৫ জন নার্স সার্বক্ষণিক সেবা প্রদান করবেন বলে ডা. বিদ্যুৎ বড়ুয়া মেয়রকে অবহিত করেন।