[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ফুলবাড়ীতে ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাত ৩টায় উপজেলা বড়ভিটা ইউনিয়নে বড়লই এলাকা থেকে এসআই মহুবর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাদের হাতেনাতে আটক করে। আটকৃতরা হলেন- উপজেলার বড়ভিটার ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আসমত আলীর ছেলে শাহারুল হক (৪৫) একই গ্রামের শাহাদাতের ছেলে আব্দুল কাদের ব্যাপারী (৫৬), মৃত আকবরের ছেলে ছাইফুল ইসলাম হক (৫৬), মৃত ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও আব্দুল রাজ্জাকের ছেলে রাওফুল ইসলাম (২৭)।