ফুলবাড়ী সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ চোরাকারবারী আটক

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০,৪:৪০ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। আটক ওই চোরাকারবারীর নাম নুর আলম সিদ্দিকী লিপু (২০)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের সায়েদ আলীর ছেলে।

বিজিবি জানান, বুধবার রাত আড়াইটার দিকে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের  পাশে ওৎ পেতে থাকে। এসময় ওই চোরাকারবারী ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের প্রায় ৩০ গজ অভ্যান্তরে ঢুকে পড়লে বিজিবির সদস্যরা ধাওয়া করে ৪ পোটলা গাঁজাসহ তাকে আটক করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম  জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে