ফুলবাড়ীতে শুভসংঘের বৃক্ষরোপণ

রবিবার, অক্টোবর ১০, ২০২১,৯:৫৮ পূর্বাহ্ণ
0
56

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : শুভ কাজে সবার পাশে স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কালের কন্ঠ শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার। শুভসংঘের উপদেষ্টা ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ এ কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার (৯ অক্টোবর ২০২১) সকাল ১১ টায় উপজেলার শিমুলবাড়ী (চওড়াবাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ফুল ও ফলের বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা, কর অঞ্চল-৮ এর উপকর কমিশনার মিজানুর রহমান উল্লাস। শুভসংঘের এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

এসময় শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নজির হোসেন, প্রধান শিক্ষক মোছাঃ রুমা বেগম, সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার মোহন্ত, হামিদা বানু, উম্মে কুলসুম, স্থানীয় পল্লী চিকিৎসক আমির হোসেন, স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম, শুভসংঘের সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাহাদ হাসান তুষার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ তন্ময়, সদস্য শাহরিয়ার রহমান তারেক, বায়োজিদ বোস্তামী বাঁধন, তাসিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে