ফুলবাড়ীতে খাদ্য সহায়তা দিলেন চেয়ারম্যান হারুন

বুধবার, এপ্রিল ২৯, ২০২০,৪:২০ অপরাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্হা নিয়েছে প্রশাসন। সংক্রমনের ঝুঁকি এড়াতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্হাও  গ্রহন করা হয়েছে। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সার্বক্ষণিক খোঁজ খরব রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

তারই ধারাবাহিকতায় আজ ২৯ এপ্রিল (বুধবার) উপজেলার পূর্ব চন্দ্রখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ঢাকা ফেরত সাত পরিবারের সাত জনের মাঝে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

দুপুর আড়াইটায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন।

এসময় তিনি কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাদের আতংকিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে