ফুলবাড়ীতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত

শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২০,৯:১৩ অপরাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার নীচতলায় বিশেষ বর্ধিত সভাটি অনু্ষ্ঠিত হয়।

সভায় উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য আছমা আক্তার ডেইজি, শামীমা আক্তার পারুল, লুনা শেখ, জহুরুল হক বসুনিয়া, হাছেন আলী, মোহাম্মাদ আলী শেখ, আজাউর রহমান শেখ, শামছুল হুদা বন্ধন প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে