[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চলমান মাদক বিরোধী অভিযানে, ফুলবাড়ী থানা পুলিশ,০৮ কেজি গাঁজাসহ-এক মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল(মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে,উত্তর কুটি চন্দ্রখানা চোত্তাবাড়ি,নামক এলাকা হইতে, সুমন চন্দ্র (১৯) কে,০৮ কেজি গাঁজাসহ-হাতে নাতে আটক করে পুলিশ।
আটক ঐ মাদক কারবারি, গংগারহাট আজোয়াটারী, মৌজার,সুরেশ চন্দ্রের ছেলে, সুমন চন্দ্র (১৯)। এ ব্যাপারে ফুলবাড়ী থানার,অফিচার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ঐ মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।