ফুটপাতে ২৫ ফুট দূরত্ব বজায় রেখে দোকান বসাতে ডিএমপি’র নির্দেশ

শনিবার, এপ্রিল ১৮, ২০২০,৭:০৪ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাস্তার পাশে ফুটপাতে ২৫ ফুট দূরত্ব বজায় রেখে কাঁচাবাজারের দোকান বসানোর নির্দেশনা দিয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচাবাজারগুলোর বাইরে রাস্তার পাশে দোকান বসানোর এই পরামর্শ দিয়েছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মুখপাত্র ডিএমপি নিউজ।

ডিএমপি জানায়, ‘ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত কাঁচাবাজারের ভেতরে স্থান স্বল্পতার জন্য মানুষদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এমতাবস্থায় বাজারের ভেতর থেকে দোকান যতটা সম্ভব বাইরে এনে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বসানোর জন্য পরামর্শ প্রদান করা হলো।’

এ ব্যাপারে নগরবাসী ও সবজি বিক্রেতারা করোনাভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যাশা ঢাকা মহানগর পুলিশের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে