[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পশ্চিমতীরে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে গাড়ির চাকায় পিষে । এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক ইসরায়েলি। ছয় বছর বয়সী শিশুটির নাম তারেক। ঘটনার সময় শিশুটি সাইকেল চালাচ্ছিল বলে জানিয়েছে নিউজ পোর্টাল কুদসনেট।
নিউজ পোর্টালটি প্রতিবেদনে জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে গাড়িচাপা দেওয়া হয় ওই ফিলিস্তিনি শিশুকে ।
তারকুমিয়া শহরটি ইসরায়েলিদের উপশহর আদুরার পাশেই অবস্থিত।
প্রসঙ্গত, গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ইসরায়েলিরা এ ধরণের বহু ঘটনা ঘটিয়েছে ।
গত এপ্রিলেও বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে ট্রাকের চাকায় পিষে হত্যা করে এক ইসরায়েলি। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে।