ফিলিস্তিনি শিশুকে গাড়ির চাকায় পিষে হত্যা করেছে ১ ইসরায়েলি

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯,১০:১৯ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পশ্চিমতীরে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে গাড়ির চাকায় পিষে  ।  এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক ইসরায়েলি। ছয় বছর বয়সী শিশুটির নাম তারেক। ঘটনার সময় শিশুটি সাইকেল চালাচ্ছিল বলে জানিয়েছে নিউজ পোর্টাল কুদসনেট। 

নিউজ পোর্টালটি প্রতিবেদনে জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে গাড়িচাপা দেওয়া হয় ওই ফিলিস্তিনি শিশুকে ।

তারকুমিয়া শহরটি ইসরায়েলিদের উপশহর আদুরার পাশেই অবস্থিত।

প্রসঙ্গত, গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ইসরায়েলিরা এ ধরণের বহু ঘটনা ঘটিয়েছে ।

গত এপ্রিলেও বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে ট্রাকের চাকায় পিষে হত্যা করে এক ইসরায়েলি। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে