[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফিলিপাইনে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে । দেশটিতে গত ছয় মাসে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে মারা গেছে ৪৫০ জনেরও বেশি মানুষ। ফিলিপাইন সরকার ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছে ।
এ ব্যাপারে সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের চারটি অঞ্চলে ঘোষণা করা হয়েছে মহামারী । এগুলো হলো, মিমারোপ, পশ্চিম ভিসায়াস, কেন্দ্রীয় ভিসায়াস এবং উত্তর মিন্দানাও। এ অঞ্চলগুলোতে বিশ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে।
এদিকে, স্বাস্থ্য কর্মকর্তারা পরিদর্শন করেছেন দুর্গত অঞ্চল । তবে তারা বলছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সরকার। এখনও জাতীয় মহামারী হয়নি ডেঙ্গু । সমস্যাটি এখনও “স্থানীয়” মহামারী পর্যায়ে আছে।