ফরওয়ার্ড টিউটোরিয়াল একাডেমির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন

শনিবার, অক্টোবর ১, ২০২২,৬:০৬ অপরাহ্ণ
0
168

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার ফরওয়ার্ড টিউটোরিয়াল একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন ফরওয়ার্ড টিউটোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আইনুল রহমান।

এছাড়াও ফরওয়ার্ড টিউটোরিয়াল একাডেমির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানজিদা নাহার সুমি, আকিকুন নাহার মালা, রেজাউল করিম, রাকিব হাসান, ইলমা ও শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে