ফজলে হোসেন বাদশা এমপি’র প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯,৮:৩১ পূর্বাহ্ণ
0
72

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ ২৯ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি’র প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড তপন কুমার দত্ত, কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন প্রমুখ।
নিচে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যটি দেয়া হলো।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। এই শীতের সকালে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ।
আপনারা সম্ভবতঃ অবগত আছেন যে গত ২২ ডিসেম্বর রাজশাহীতে তীব্র শীতের মধ্যে পাউবো কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা রাজশাহী মহানগরের খালপাড়ার দু’পাশের বস্তি উচ্ছেদ করতে গেলে রাজশাহী-২-এর সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শীতার্ত মানুষের অবস্থা বিবেচনায় তা স্থগিত করার অনুরোধ করেন এবং ঐ বস্তিবাসীদের মাঝে অবস্থান নেন। তিনি কর্তৃপক্ষকে আরও জানান যে বস্তির সরকারি জায়গায় পরিমাপেও গ-গোল রয়েছে যারও সুরাহা হওয়া প্রয়োজন। ফজলে হোসেন বাদশা কর্তৃক কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে উক্ত উচ্ছেদ কার্যক্রম আপাততঃ স্থগিত হয়। এই অবস্থান ও আলোচনা প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে। এরই শেষ পর্যায়ে বেলা ১টার দিকে ঐ স্থানে অবস্থানকালীন সময়েই একটি মোবাইল ফোন যার নম্বর ০১৯৩৯৪৭২৮৫১-এ ফজলে হোসেন বাদশাকে সেখান থেকে সরে যেতে হুমকি প্রদান করে বলা হয়, না হলে বস্তিবাসীদের অসুবিধা হবে এবং তারও প্রাণনাশ করা হবে।
মোবাইলে ঐ হুমকির প্রেক্ষিতে ঐ বস্তিটি যে দুই থানায় পরে সেখানে মহানগর ওয়ার্কার্স পার্টির তরফ থেকে জিডি করা হয়েছে ও মহানগর পুলিশ কর্তৃপক্ষকেও জানান হয়েছে। তা’ছাড়া আমি ঐ ঘটনা সম্পর্কে মাননীয় স্পীকার ও পুলিশের আইজি বরাবর দু’টো ডি.ও পত্র দিয়েছি। কিন্তু অদ্যাবধি ফজলে হোসেন বাদশার প্রাণনাশের হুমকিকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমাদের জানা মতে উক্ত হুমকিকারী ব্যক্তির মোবাইল ফোন নম্বরটি পরিচিত। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে তাকে ও তার অবস্থানকে দ্রুতই চিহ্নিত করা সম্ভব। কিন্তু ঐ হুমকিকারীকে গ্রেপ্তার দূরে থাক, কোন পদক্ষেপই নেয়া হয়নি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমি নিজে এ ধরনের ঘটনার শিকার ছিলাম না কেবল, পত্রিকায় হত্যার তালিকা প্রকাশের পর তৎকালীন বিএনপি সরকার কোনই পদক্ষেপ গ্রহণ করেছিল না। এর ফলাফল হিসেবে আমি গুলিবদ্ধ হই ও দীর্ঘদিন চিকিৎসার পর জীবনে ফিরে আসি। ঐ ঘটনার পর ২৭ বছর পেরিয়ে গেলেও সেই আততায়ীরা চিহ্নিত হয়নি। পুলিশ একটি দায়সারা গোছের চার্জশীট দিয়েছিল সেখানে আসামী বা সাক্ষীর নাম ঠিকানাও সঠিক ছিল না। মামলাটির বিচারও অদ্যাবধি হয়নি। এ ক্ষেত্রেও ফজলে হোসেন বাদশার প্রাণনাশের হুমকি ব্যাপারে যথাযথ পদক্ষেপ ও হুমকিদাতাকে গ্রেপ্তার করা না হলে ঐ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। সে কারণেই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষসহ সকলের গোচরাীভূত করছি।

আমরা সুষ্পষ্টভাবে বলতে চাই ফজলে হোসেন বাদশার প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেপ্তার এবং তার নিরাপত্তার জন্য সর্বৈব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। আপনাদের পুনরায় ধন্যবাদ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে