[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা আজ এক বিবৃতিতে সমাজ উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক পথিকৃত, আন্তর্জাতিক ব্যক্তিত্ব স্যার ফজলে হোসেন আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, ফজলে হোসেন আবেদ বিভিন্ন গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে নারীদের উন্নয়ন, দরিদ্র মানুষের উন্নয়নের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন মানুষ তা মনে রাখবে। এনজিও’র নামে যে ব্যবস্থা আমাদের কাছে পরিচিত তার বাইরে তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন সে কারণে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ তাকে স্মরণ করবে।