ফখরুল-রিজভীসহ শাহবাগ থানায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯,৭:১৩ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৩৫ জনকে আসামি করে শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। আসামিদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও রয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বুধবার গণমাধ্যমকে বলেন, তিনটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে