[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শায়লা ফারজানা লুনা
আমিতো নই কারো প্রিয়জন,
তাই আমার জন্য নাই কারো আয়োজন।
কেউ বলেনা আমাকে ,আসবো আমি——
অপেক্ষা করো।
আমিও হতে চাই কারো আপন,
যে আমাকে মনে রাখবে সারাক্ষণ।
যে শুধুই থাকবেনা পাশে,
আগলে রাখবে ভালোবেসে।
একটা নতুন দিনের আশায়
ভুলে যাই মিষ্টি কথায়,
মন প্রাণ উজাড় করে,
ভালোবাসি শুধুই তারে।
তারপর একসময় সব পেয়ে যাই প্রতিদান।
মিথ্যা আশায় করে থাকি অভিমান।
অতপর হয় বোধোদয়,
ততোক্ষণে পার হয়েছে অনেক সময়।
অবশেষে বুঝলাম আমি,
আমিতো ছিলাম শুধুই তার প্রয়োজন।
ছিলাম না কখনোই প্রিয়জন।