প্রিয়া সাহার বিরুদ্ধে দেশদ্রোহী হিসেবে ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

শনিবার, জুলাই ২০, ২০১৯,১০:৩৫ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রিয়া সাহার বিরুদ্ধে দেশদ্রোহী হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন এ প্রসেস শুরু হয়ে গেছে । 

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন । 

এসময় তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও বানোয়াট। কোনোভাবেই এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের উসকানিমূলক বক্তব্যে উৎসাহিত করে উগ্রবাদীদের। এ ছাড়া তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহী। দেশদ্রোহী হিসেবে তার বিরুদ্ধে অবশ্যই নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা ।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহা বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে উসকে দিতে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে