[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশকারী প্রিয়া সাহাকে দেশ ফিরলেই জিজ্ঞাসাবাদ করা হবে ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন ।তিনি বলেন, “প্রিয়া সাহা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসত্য তথ্য দিয়েছেন। এ জন্য দেশে ফিরলেই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে ।”
তিনি আরও বলেন, এ ধরনের খবর দেওয়ার পেছনে ওই নারীর নিশ্চয়ই একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে। দেশে আসলে আমরা তাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব।
এর আগে গত বুধবার (১৭ জুলাই) ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী-পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সংখ্যালঘুদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা কৃতজ্ঞতা জানান ট্রাম্পের কাছে । একই সঙ্গে পেশ করেন নিজেদের অভাব-অভিযোগ। এ সময় নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে প্রিয়া সাহা নামে এক নারী ট্রাম্পকে জানিয়েছেন, এখানে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবু তিনি সুরক্ষা পাননি আইনের। ট্রাম্পের কাছে অভিযোগের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে তীব্র সমালোচনা।