প্রাথমিক বিদ্যালয়ে বুদ্ধিজীবী-বিজয় দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি

রবিবার, ডিসেম্বর ১৩, ২০২০,১২:০৯ অপরাহ্ণ
0
73

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভার্চুয়ালি বুদ্ধিজীবী ও বিজয় দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি চলমান করোনা পরিস্থিতির কারণে। এ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

ডিপিই প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। শিক্ষার্থীদের স্বশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। তারা অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠপর্যায়ে এ সিদ্ধান্তের চিঠিও পাঠানো হয়েছে। 

এসব দিবসের বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করতে শিক্ষকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে