প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাড়াইলের কাইক্না বিল

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০,১২:১০ পূর্বাহ্ণ
1
497

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান,তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি : প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই আজ প্রায় হারাতে  চলেছে সেগুলির মধ্যে একটি হলো পদ্মফুল৷ কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের (কাইক্না) বিলে এক দৃষ্টিনন্দন পদ্মবিলের সুন্দর দৃশ্য প্রতীয়মান৷

এখানে প্রতি বছর বর্ষা কালে কাইক্না বিলে দেখা যায় পদ্ম ফুলের বিশাল সমাহার৷ সারা বিল জুড়ে ফুটন্ত পদ্মফুল গুলো যেন সৌন্দর্যের পূর্ণতা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে৷ বিকাল বেলায় পদ্ম ফুলের দৃশ্য যেন এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে৷ হাজার হাজার পদ্মফুল ঝলমল করে উঠে সারা বিল জুড়ে৷ বিলের দূর থেকে দেখে মনে হয় যেন সাজানো-গোছানো এক ফুলের বাগান৷

সত্যিই কাইক্না বিলের পদ্মফুল এবং পদ্মপাতা গুলো যেন মানুষের মন জুড়ে প্রভাব বিস্তার করে৷ এই কাইক্না বিলের দৃশ্যটা যেন সত্যিই মানুষের মনে দাগ কাটে৷ কাছে গিয়ে কাইক্না বিলের পদ্মফুল গুলো স্পর্শ করলে মনে হয় যেন সৌন্দর্যের লীলাভূমিতে প্রবেশ করলাম৷ কাইক্না বিলের পদ্মফুল গুলো যেন আশেপাশের পরিবেশটাকে সৌন্দর্য করে তুলেছে।

সাদা লাল রঙের পদ্ম ফুলের মাঝে সবুজ রঙের পদ্ম পাতা গুলো যেন পরিবেশটাকে শীতল করে তুলে৷ নৌকা দিয়ে কাইক্না বিলের মাঝখানে যখন প্রবেশ করা হয় তখন মনে হবে যেন কোন এক সৌন্দর্যের লীলাভূমিতে অবস্থান করছি৷

এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এখানে প্রতি বছর বর্ষাকালে হাজার হাজার পদ্মফুল ফোটে৷ সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক লোকের জনসমাগম হয় এই কাইক্না বিলে পদ্মফুল দেখার জন্য৷ নৌকা দিয়ে পদ্মফুল ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। কিশোরগঞ্জ থেকে সিএনজি বা অটো দিয়ে সরাসরি দড়িজাহাঙ্গীরপুর কাইক্না বিলে আসা যাবে৷ তাড়াইল উপজেলা থেকেও অটো ও সিএনজি দিয়ে আসা যাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে