[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কৃষিকে দ্বিতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে। করোনার এই দুর্যোগে খাদ্যসংকট মোকাবেলার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষক ও কৃষিখাত বাঁচাতে।
গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরে এ খাতে ২৯,৯৮৩ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন। এছাড়া কৃষির যান্ত্রিকীকরণ ও ভর্তুকিতেও বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়। সারের মূল্য অপরিবর্তিত থাকবে। কৃষিখাতে প্রণোদনাও চলমান থাকবে।
কৃষিকে সামনে রাখা হয়েছে করোনাকালীন অর্থনৈতিক সংকটে দুর্ভিক্ষ থেকে মানুষকে বাঁচাতে। এ খাতে ভর্তুকি থাকবে ৯৫০০ কোটি টাকা। কৃষি উৎপাদন বাড়াতে কৃষি যান্ত্রিকীকরণে বরাদ্দ রাখা হয়েছে ৩১৯৮ কোটি টাকা।