[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ায় প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ এর কবর জিয়ারাত করেন। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মরহুমের গ্রামের বাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদপূর্ব আলোচনায় মো. ফরিদুল হক খান বলেন, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন দক্ষ ও বর্ষিয়ান রাজনীতিবিদ। মন্ত্রী হিসেবে অল্প সময়ে তিনি অনেক ভালো কাজ করেছেন এবং অনেক ভালো কাজের সূচনা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব, ইনশাল্লাহ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা চান ধর্ম প্রতিমন্ত্রী।
প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক আলেম এবং এলাকাবাসী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।