প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর কবর জিয়ারত করলেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী

শনিবার, নভেম্বর ২৮, ২০২০,৯:৩৯ পূর্বাহ্ণ
0
57

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ায় প্রয়াত ধর্ম  প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ এর কবর জিয়ারাত করেন। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মরহুমের গ্রামের  বাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। 

          মিলাদপূর্ব আলোচনায় মো. ফরিদুল হক খান বলেন, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন দক্ষ ও বর্ষিয়ান রাজনীতিবিদ। মন্ত্রী হিসেবে অল্প সময়ে তিনি অনেক  ভালো কাজ করেছেন এবং অনেক ভালো কাজের সূচনা করেছেন।

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব, ইনশাল্লাহ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা চান ধর্ম প্রতিমন্ত্রী। 

          প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক আলেম এবং এলাকাবাসী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে