প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ পালন করেছেন

রবিবার, জুন ২, ২০১৯,১০:৫০ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ পালন করেছেন । শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করে তিনি। ছোটবোন শেখ রেহানাও এ সময় তার সঙ্গে ছিলেন।প্রধানমন্ত্রী দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন ওমরাহ শেষে ।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় রোববার সকালে মদিনায় যাবেন । হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করবেন সেখানে তিনি ।জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকালে তিনি সৌদি আরবে পৌঁছান।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন ।

প্রধানমন্ত্রী সৌদি আরব সফর শেষে মদিনা থেকে জেদ্দা ফিরে সোমবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হবেন । ৮ জুন ফিনল্যান্ড সফর শেষে তার দেশ ফেরার কথা রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে