প্রধানমন্ত্রী কার্যালয়ে চলছে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক

সোমবার, আগস্ট ২৬, ২০১৯,৭:৫০ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক চলছে প্রধানমন্ত্রী কার্যালয়ে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার পরপর সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়।

বৈঠকে শুরুতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনা বই আকারে প্রকাশ করে তা প্রধানমন্ত্রীর কাছে দেন। এছাড়া ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ স্মরণে শোক প্রস্তাব নেয়া হয় কেবিনেট বৈঠকের শুরুতে। প্রধানমন্ত্রী ছাড়াও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হকসহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা মন্ত্রীপরিষদ বৈঠকে উপস্থিত রয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে