প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে মসজিদে বিশেষ দোয়ার আহ্বান ইফার

সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০,১১:৪৮ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া মোনাজাত ও কোরআনখানী অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে স্ব স্ব বিভাগ/জেলা/উপজেলার কেন্দ্রীয় মসজিদে সোমবার বাদ জোহর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে