[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংস্থা ডি-এইটের মহাসচিব দাতো কু জাফার কু সারি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। এ সময়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন কু সারি।
সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সাথে ডি এইটের শীর্ষ এই কর্মকর্তা বাংলাদেশ ও সদস্য দেশগুলোর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।