[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার সকালে কলেজ রোডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা মো. কামাল শরীফ, মো. ছবির হোসেন, মোস্তাফিজুর রহমান রিংকু, খন্দকার প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবলীগ নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।