[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। আজ সোমবার দুপুরের দিকে ছাত্রলীগের দলীয় টেন্টে দোয়া মাহফিল শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উকিল উদ্দীন, আব্দুর রশিদ বকুল।
এছাড়াও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, আল আমিন জোয়ার্দার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, ছাত্রলীগ নেতা বিপুল খান, শাহাজালাল ইসলাম সোহাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় অর্ধ শতাধিক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বনৌজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেন। ছাত্রলীগের এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।