প্রতারক সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার

রবিবার, জুলাই ১৯, ২০২০,১:১৪ অপরাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সরকার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে প্রতারণাসহ নানা অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক সাহেদের। তিনি এই কার্ড নিয়েছিলেন একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারণামূলক কাজের জন্য কেউ  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। সেই হিসেবে তার কার্ডটি বাতিল করা হয়েছে।

জানা গেছে, দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ড নেন সাহেদ। গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদপ্তর। কার্ডটির নম্বর ৬৮৪৫। চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ ছিল।

সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ায় সাহেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

গত বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশ থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে