[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের সাবেক রাষ্ট্রপতি, সর্বভারতীয় রাজনীতির সফল বাঙালি, ভারতরত্ন ও পদ্মভূষণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য অবদানকারী, উপমহাদেশের বিজ্ঞ ও বর্নাঢ্য রাজনীতিবিদ, রাজনৈতিক জীবনে অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্র, রাজস্ব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গতকাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বর্নাঢ্য এই রাজনীতিবিদ, বাংলাদেশের অকৃতিম সহযোগী বন্ধু প্রণব মুখোপাধ্যায়-এর প্রয়াণে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকবিহবল। আমরা ভারতের এই সাবেক রাষ্ট্রপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর পরিবারের শোক সন্তপ্ত সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।