[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রকাশ হয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’-এর প্রথম গান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেশারাম রং’ শিরোনামের গানটি শেয়ার করেছেন শাহরুখ খান। সোমবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন বলিউড বাদশা। ভক্ত-অনুরাগীরা গানটি শেয়ার করার পরপরই ঝড় তুলেছেন অনলাইনে।
একের পর এক শেয়ার ও মন্তব্য করে শাহরুখ-দীপিকাকে অভিবাদন জানাচ্ছেন সবাই। এই-ই প্রথমবারের মতো পর্দায় দীপিকাকে এতটা আবেদনময়ী লুকে দেখা গেল।
গানটি মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। বিকিনিতে দীপিকা পাড়ুকোনের গ্ল্যামারাস লুক আর সেই সঙ্গে শাহরুখ খানের বড় চুলের পাঠান লুক রীতিমতো উত্তাল করে দিয়েছে ভক্তদের। গানটিতে উষ্ণতার পারদ ছড়িয়েছেন দুই তারকা। স্পেনের মনোরম লোকেশন ও শাহরুখ-দীপিকার নাচ বছরের শেষের দিকে ভক্তদের জন্য দারুণ এক উপহার হিসেবেই এলো সামনে। বিশাল এবং শেখরের সুরে গানটি গেয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টেইরো, বিশাল ও শেখর।
পাঠান-এ শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এটি কিং খানের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান একটি অ্যাকশন এন্টারটেইনমেন্ট সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর জুটি। এই বছরের মার্চ মাসে নির্মাতারা সিনেমাটির ‘টিজার প্রোমো’ উন্মোচন করেছিলেন। সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।