[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকাশক লুৎফর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খান মাহবুব। তিনি জানান, গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতের কোনো এক সময় লুৎফর রহমান মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর বড় মগবাজার এলাকার বাসায় একা বসবাস করতেন তিনি।
লুৎফর রহমানের মৃত্যুর নিশ্চত কারণ জানা যায়নি। তিনি কিছু দিন থেকে অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।