প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর ইসরায়েলী আক্রমণে ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

বুধবার, মে ১২, ২০২১,১১:৫০ অপরাহ্ণ
0
130

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক জনাব ফজলে হোসেন বাদশা এমপি, গত সপ্তাহ ধরে প্যালেস্টাইনের নিরপরাধ সাধারণ মানুষের উপর ইসরায়েলী সরকারের আধিপত্যবাদী আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছেন।

জেরুজালেমে ও গাজায় ইসরাইলী সৈন্য বাহিনীর আক্রমণে ৯জন শিশুসহ ২০ জন প্যালেস্টিনিয়ানের মৃত্যু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই দুই নেতাকে শোকাহত করেছে। এ ব্যাপারে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার ইউরোপীয় দোসরদের নীরব ভূমিকা- বিশ্ব জনমতকে বিস্মিত করেছে এবং তীব্র ভাবে নিন্দা জানাচ্ছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক প্যালেস্টাইনী জনগণের সংগ্রামের সাথে একাত্ম ঘোষণা করেন ও ইসরাইলী কর্তৃপক্ষের প্যালেস্টাইনী জাতিগতভাবে নিধন করার সকল চক্রান্তের বিরুদ্ধে পৃথিবীর সকল মুক্তিকামী জনতাকে উদ্ধত আহ্বান জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে