পুলিশ সুপারের জন্য বৃদ্ধা ফিরে পেল বাড়ি

শনিবার, জুলাই ১১, ২০২০,৫:২৮ পূর্বাহ্ণ
0
66

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিরাজুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি বাজারের খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া ৯০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল হলে গত বুধবার পুলিশ সুপার আবিদা সুলতানার হস্তক্ষেপে সদর থানা পুলিশ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুড়িগ্রাম জেলার রাজারহাট ছিনাইয়ের মহিদরখন্ড ক্ষেত্র গ্রামে তার নিজ বাড়ী অর্থাৎ তার দিন মজুর ছেলে জহুরুল হকের বাড়িতে পৌঁছে দেন। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত ও প্রসংশনীয় হয়ে উঠেছে।

বৃদ্ধা তহিরণের বয়স ৯০ বছর। বয়সের ভারে অসহায় ন্যুজ। কিছুটা মানসিক ভার সাম্যহীন হয়ে পড়েছে। যার ফলে বৃদ্ধার ছেলে ও ছেলের বউ যথেষ্ট সেবা যত্ন করার পরেও বৃদ্ধা কোন অবস্থাতে বাড়িতে থাকে না। সে ভবঘুরে জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েছে। মাঝে মাঝে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিতে উৎসাহ বোধ করে। অপর দিকে হারানো মাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা খুবই খুশি।

লালমনিরহাট সদর ওসি মাহাফুজ আলম, বড়বাড়ি ইউপির চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী মোল্লা, ছিনাইয়ের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হক বুলু, রাজারহাট থানার দুই পুলিশ কর্মকর্তা বৃদ্ধা কে উদ্ধার করেন । লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বৃদ্ধার পরিবারকে নগদ টাকা আর্থিক সহয়োগিতা করেছেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান কে অসহায় বৃদ্ধার নামে একটি বয়স্ক ভাতার কার্ড প্রদানের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট চেয়ারম্যান জানান, পরিবারটি দরিদ্র কিন্তু পরিবারের সদস্যরা মাকে তাদের আশ্রয়ে রাখতে চায়।কিন্তু বৃদ্ধার মানষিক সমস্যা থাকার কারনে বাড়িতে রাখতে পারে না। সে নিজ ইচ্ছায় ভবঘুরে ও ভিক্ষাবৃত্তি পেশা বেচে নিয়েছেন। আরও জানাগেছে, বৃদ্ধার জাতীয় পরিচয়পত্র নেই। ফলে বৃদ্ধা ভাতা বা প্রতিবন্ধি ভাতা দেয়া স¤ভব হয়নি। নতুন করে জাতীয় পরিচয় পত্র তৈরি করে খুব দ্রুত প্রতিবন্ধি ভাতার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ফেসবুকে বৃদ্ধার ছবি দিয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়ে ছিল। এমন একটি ভিডিও ভাইরাল হলে বৃদ্ধার পরিচয় মিলে ও ছেলের কাছে আশ্রয় পেয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে